নিজস্ব সংবাদদাতাঃ মেষ- মানসিক শান্তি থাকবে। পরিবারে সুখী পরিবেশ থাকবে। ব্যস্ততা বাড়বে। গাড়ি কিনতে পারেন। ব্যবসা বিস্তার হবে। অধিক পরিশ্রম করতে হবে। লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। বৃষ- মনে চিন্তা থাকবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। গাড়ি কিনতে পারেন। শিক্ষাকাজে ব্যবধান আসবে। স্বাস্থ্যের যত্ন নিন। অবসাদ নেবেন না। মিথুন- স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত থাকবেন। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের কারণে মন চিন্তিত থাকবে। মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। মানসিক শান্তি পাবেন তবে বিবাদ থেকে দূরে থাকুন। কর্কট- আত্মবিশ্বাস সত্ত্বেও মন অশান্ত থাকতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সঙ্গ পাবেন। মানসিক শান্তি থাকবে। পড়াশোনায় রুচি বাড়বে তবে শিক্ষাকাজে ব্যবধান আসবে। বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।