নিজস্ব সংবাদদাতাঃ রেল কি পুরোপুরি বেসরকারিকরণ হয়ে যাবে? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বহুদিন ধরেই। বিশেষ করে গত অক্টোবরে বেশ কিছু ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়া থেকেই সেই প্রশ্ন জোরাল হয়েছিল। বৃহস্পতিবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আশ্বস্ত করে জানালেন রেলের বেসরকারিকরণ হবে না। রেলমন্ত্রী বলেন, কেন্দ্রের এই ধরনের কোনও পরিকল্পনাই নেই। কেননা রেল একটা অতিকায় জটিল সিস্টেম। ভবিষ্যতেও রেলের বেসরকারিকরণের কোনও পরিকল্পনা যে সরকারের নেই, তাও পরিষ্কার করে দেন তিনি।