নিজস্ব সংবাদদাতাঃ শুরু থেকেই অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচিত হন সরফরাজ খান। চমকপ্রদ উত্থানে বিস্তর সম্ভাবনা দেখিয়েছিলেন মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান। তবে ক্রমশ স্পটলাইটের আড়ালে চলে যাচ্ছিলেন তিনি। অবশেষে ভারতীয়-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দাপুটে হাফ-সেঞ্চুরি করে সরফরাজ পুনরায় আলোচনায় উঠে এলেন। দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে চার দিনের দ্বিতীয় টেস্টে সরফরাজ ব্যাট হাতে নজর কাড়েন। প্রথম ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন তিনি। হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হনুমা বিহারীও। তিনি ৫৪ রান করে আউট হন। ১৬৪ বলের সতর্ক ইনিংসে হনুমা ৮টি বাউন্ডারি মারেন।