যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

author-image
Harmeet
New Update
যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

নিজস্ব সংবাদদাতাঃ বড়দের টোকিও অলিম্পিকে হারের মধুর প্রতিশোধ নিয়েছেন ছোটোরা। বেলজিয়ামকে ১-০ হারিয়ে যুব হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে বিবেক প্রসাদের টিম। বিপক্ষের দুরন্ত গতি, ঘনঘন আক্রমণ সামলে দিয়েছে ভারতের জুনিয়র হকি টিম। ডিফেন্ডাররা ও কিপার পবন দারুণ পারফর্ম করেছেন। যা দেখে উচ্ছ্বসিত সিনিয়র টিমের কোচ গ্রাহাম রিড। যুব টিমের সঙ্গে এখন ভুবনেশ্বরেই রয়েছেন তিনি। ভবিষ্যতের তারকা খোঁজার পাশাপাশি যুব টিমকেও সাফল্য দেওয়ার লক্ষ্য তাঁর। রিড বলেছেন, ‘ফ্রান্সের বিরুদ্ধে টিমের ডিফেন্স যা খেলেছিল,তাঁর থেকে বেলজিয়াম ম্যাচে অনেক ভালো খেলেছে ছেলেরা। ডিফেন্স নিয়ে প্রচুর খেটেছি আমরা। তাঁরই ফল মিলছে। ক্যাপ্টেন বিবেকের সঙ্গে কথা বলছিলাম এ নিয়ে। টিম যে এর থেকেও ভালো খেলতে পারে, সেই বিশ্বাস ওঁদের আছে। টিমের দুই কিপারই দারুণ পারফর্ম করেছে।’ সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে নামার আগে একটা চাপ ভারতের, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মনিন্দর সিংকে পাওয়া যাবে না। এই টুর্নামেন্টে ভালো ছন্দে ছিলেন তিনি। ভারতীয় স্ট্রাইকারদের বল বাড়ানোর কাজটা তিনিই করতেন। চাপ হলেও খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তিনি। ভারতীয় টিমের কোচের বিশ্বাস, বিবেকরাই জার্মানিকে হারিয়ে ফাইনালের টিকিট পাবেন।