নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরভোটের প্রচারে রাশ টেনে নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কলকাতা পুরভোটের প্রচারে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তৃণমূলকে অ্যাডভান্টেজ দিতে কমিশনের এই নির্দেশিকা বলে দাবি বিজেপির। এদিন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় কলকাতা পুরভোটের প্রচারে একটি থানা এলাকায় একদিনে ৩টির বেশি সভা করতে পারবে না কোনও রাজনৈতিক দল। সভার অনুমতি আগে এলে আগে পাবে। দু’টি সভার মধ্যে দূরত্ব হতে হবে ৩০০ মিটার। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত করা যাবে প্রচার। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচারযুদ্ধ।