নিজস্ব সংবাদদাতাঃ ইরানের রেভ্যুলশনারি গার্ড ও তালেবানের মধ্যে হঠাৎ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে এই সংঘর্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর বলা হয়েছে— `ভুল বোঝাবুঝি'র কারণে এই সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষের পর বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন, সিস্তান, বেলুচিস্তান এবং নিমরোজ এলাকায় তালেবানের সঙ্গে ইরানের বাহিনীর যে সংঘর্ষ হয়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে তা সমাধান করা হয়েছে।