নিজস্ব সংবাদদাতাঃ কানপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ৩ ডিসেম্বর থেকে মুম্বইয়ে তাই দ্বিতীয় টেস্টে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। একদিকে বিরাট কোহলির দলে প্রত্যাবর্তন, অপরদিকে অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার অফফর্ম। মুম্বইয়ে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে।রাহানে কানপুরে দুই ইনিংসে যথাক্রমে ৩৫ ও চার রান করেন। তাঁর ফর্ম নিয়ে বহুদিন থেকেই প্রশ্ন উঠেছে। মুম্বই টেস্টে বিশাল সংখ্যক লোক রাহানেকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করলেও তাতে সায় নেই প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে রাহানে-পূজারা ব্যর্থ হলেও তাঁদের দলে রেখে দেওয়া উচিত এবং প্রোটিয়া সফরের পরেই তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন জাফর।