নিজস্ব সংবাদদাতাঃ কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই হরভজন সিংকে টপকে ভারতের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিতে পরিণত হয়েছেন। এবার মুম্বই টেস্টে তারকা স্পিনারের সামনে একই সঙ্গে তিনটি দুরন্ত নজির গড়ার হাতছানি রয়েছে। প্রথমত, মুম্বই টেস্টে ৬টি উইকেট নিলে চলতি ক্যালেন্ডার বর্ষে ৫০টি উইকেট পূর্ণ করবেন অশ্বিন। সেক্ষেত্রে এই নিয়ে মোট চারবার এক বছরে ৫০টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এমন রেকর্ড নেই। দ্বিতীয়ত, মুম্বই টেস্টে আর ৮টি উইকেট নিলে দেশের মাটিতে ৩০০টি টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন অশ্বিন। একমাত্র অনিল কুম্বলে ভারতের মাটিতে তিনশোর বেশি (৩৫০) টেস্ট উইকেট নিয়েছেন। তৃতীয়ত, ওয়াংখেড়েতে ৮টি উইকেট নিতে পারলে ভারত-নিউজিল্যান্ড দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজের ইতিহাসে দু'দলের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হবেন অশ্বিন। আপাতত এই রেকর্ড রয়েছে রিচার্ড হ্যাডলির দখলে।