দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা

author-image
Harmeet
New Update
দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা

হরি ঘোষ, দুর্গাপুরঃ সম্প্রতি স্বাস্থ্য কর্মীকে মারধরেরে অভিযোগ ওঠে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এর ফলে ভোগান্তির মুখে পড়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ। স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভের কারণে বন্ধ থাকে চিকিৎসা পরিষেবা। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় হাসপাতাল চত্বরে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর ইন্দ্রজিৎ মাজি জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে গোয়েন্দা বিভাগের ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই পুলিশ কর্মী প্রথমে ওষুধ নিতে এসে এক মহিলা স্বাস্থ্য কর্মীর সাথে দুর্ব্যবহার করে। তাঁকে আগে পরিষেবা দেওয়ার দাবি জানিয়ে হাসপাতালের প্যাথলোজিস্ট রথীন ব্যানার্জি কাছে এসে বচসায় জড়িয়ে পড়ে, দু এক কথা হতে হতে শুরু হয় গন্ডগোল, অভিযোগ তখন ওই পুলিশ কর্মী মারধর করে ওই ব্যক্তিকে, তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হয় আরও এক স্বাস্থ্য কর্মী। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে।