নিজস্ব সংবাদদাতাঃ মনে প্রাণে চান, কিন্তু সম্ভাবনা দেখছেন না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতার সম্ভাবনা নেই বলেই মনে করছেন গুলাম নবি আজাদ। বৃহস্পতিবার দলের অস্বস্তি বাড়িয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা বললেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৩০০ আসন পেতে পারে বলে আমার মনে হচ্ছে না। গুলাম নবি আজাদ বলেন, “আমি চাই কংগ্রেস টার্গেটে (৩০০ আসনে জয়) পৌঁছাক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেমনটা হবে বলে মনে হচ্ছে না আমার।” বৃহস্পতিবার উপত্যকার সীমান্তবর্তী জেলা পুঞ্চের কৃষ্ণঘাঁটি এলাকায় দলীয় সমাবেশে বক্তব্য রাখেন গুলাম নবি আজাদ। এই অঞ্চলে ৩৭০ ধারা বিলোপ একটি বড় রাজনৈতিক ইস্যু। ৩৭০ ধারা প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, “আমি ৩৭০ ধারা বাতিল হওয়া নিয়ে সংসদে বহুবার বলেছি, যা আর কেউ করেনি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। ফলে এই বিষয়ে কিছু বলতে চাই না, কারণ বিষয়টা আমার হাতে নেই।”