নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরসভার নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর। তাঁর আগে গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এমন কী ঘটল যে ঝটিকা সফরে গোয়া যেতে হচ্ছে? ফেব্রুয়ারি মাসে গোয়া বিধানসভা নির্বাচন। তাই কলকাতা পুরসভা নির্বাচনের প্রচারের ভার দলের নেতাদের উপর দিয়ে গোয়া যাচ্ছেন তাঁরা। দু’দিনের সফরে ১৩ ডিসেম্বর গোয়ায় যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। আগামী ১৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোয়া যাবেন ধরে নিয়েই প্রচার সূচি তৈরি করছে তৃণমূল কংগ্রেস। আগামী ৭ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রশাসনিক সভা করার কথা তাঁর। তারপরে যাবেন গোয়ায়। সেখানে কথা হবে এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও–এর সঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরেই তিনি যোগদান করতে পারেন তৃণমূল কংগ্রেসে।