কেন্দ্রকে তোপ দেগে সাংবাদিকদের পাশে থাকার বার্তা মমতার

author-image
Harmeet
New Update
কেন্দ্রকে তোপ দেগে সাংবাদিকদের পাশে থাকার বার্তা মমতার

নিজস্ব সংবাদদাতাঃ এবার সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে বৃহস্পতিবার প্রেস ক্লাবের উদ্দেশে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে এ নিয়ে। তাতে স্পষ্ট বলা হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা দলই সাংবাদিকদের সঙ্গে রয়েছে। সংসদ ভবন চত্বরে তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণে কেন্দ্র যে নতুন নিয়ম জারি করেছে, তাঁর তীব্র বিরোধিতা করছে তৃণমূল। নিজেদের এই অবস্থান স্পষ্ট করার জন্য প্রেস ক্লাবের শীর্ষকর্তাদের উদ্দেশে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে।

                               

এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। তিনি অভিযোগ করেন, বলা হচ্ছে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ অথচ দেখা যাচ্ছে, সরকারের হয়ে সংবাদ পরিবেশন করা মাধ্যমগুলি দিব্যি প্রবেশের অনুমতি পাচ্ছে। এর থেকেই বোঝা যায়, খবর ‘সেন্সর’ করা হচ্ছে। তাঁর অভিযোগ, ”সংসদ টিভি এখন সেন্সর টিভি।” এরপরই ডেরেক বলেন, ”সংসদের দুই কক্ষের অধ্যক্ষদের কাছে আমাদের বিনীত নিবেদন, নতুন বিধি পুনর্বিবেচনা করা হোক। প্রয়োজনে টেলিভিশন কভারেজের নিয়ম বদল হোক। পার্লামেন্ট সিক্রেট চেম্বার হয়ে গিয়েছে।”