৪ যাত্রী ওমিক্রনে আক্রান্ত কিনা খতিয়ে দেখছেন চিকিৎসকরা

author-image
Harmeet
New Update
৪ যাত্রী ওমিক্রনে আক্রান্ত কিনা খতিয়ে দেখছেন চিকিৎসকরা

নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যে বৃহস্পতিবার দেশে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় ‘ঝুঁকিপ্রবণ’ দেশ থেকে দিল্লিতে  আসা ৮ যাত্রীর মধ্যে ৪ জন কোভিড আক্রান্ত বলে জানা গিয়েছে। ওই ৪ জনকে দিল্লির লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমিক্রনে আক্রান্ত কিনা জানতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রন নিয়ে সতর্কতার কারণে বিমানবন্দরে নামা সব যাত্রীদের জন্য আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক হয়েছে। ৪ জন কোভিড পজিটিভ যাত্রীকে এলএনজেপি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁরা ওমিক্রনে আক্রান্ত কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।