নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিকভাবে সাতটি রাজ্যে জাইডাস ক্যাডিলার টিকা জাইকোভ-ডি চালু করতে চলেছে কেন্দ্র। প্রাথমিকভাবে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গেও জাইডাস ক্যাডিলার টিকা প্রদান করা হবে। বিশ্বের প্রথম ডিএনএ-নির্ভর করোনা টিকা জাইকোভ-ডি'র তিনটি ডোজ প্রদান করা হবে। যদিও তিনটি ডোজের ব্যবধান বেশি নই। প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। তৃতীয় ডোজ মিলবে ৫৬ দিনের মাথায়। সেইসঙ্গে কোনও সূচ বা সিরিঞ্জ ছাড়াই টিকা প্রদান করা হবে। কিন্তু জাইকোভ-ডি'র ক্ষেত্রে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। সেই যন্ত্রের নাম ‘ফার্মাজেট'। জিএসটি ছাড়া ডোজপিছু ‘ফার্মাজেট'-এর দাম পড়বে ৯৩ টাকা। জানানো হয়েছে ‘১২ ও তাঁর ঊর্ধ্বে প্রয়োগের জন্য জাইকোভ-ডি'কে অনুমোদন দিয়েছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা। তবে জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় আপাতত শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের এই টিকা প্রদান করা হবে।’