অজিথ কুমার ভক্তদের 'থালা' বলা বন্ধ করতে বললেন

author-image
Harmeet
New Update
অজিথ কুমার ভক্তদের  'থালা' বলা বন্ধ করতে বললেন

নিজস্ব সংবাদদাতাঃ তামিল তারকা অজিথ মিডিয়া এবং জনসাধারণের কাছে একটি খোলা চিঠি লিখেছেন, তাদেরকে আর তাকে 'থালা' হিসাবে উল্লেখ না করার জন্য অনুরোধ করেলেন। দুই দশকের বেশী সময় ধরে ভক্তরা তাঁর নামের সাথে সংযুক্ত করেছে এই নাম। ২০০১ সালের চলচ্চিত্র 'ধিনা'-তে তাঁর চরিত্রের নাম ছিল 'থালা', সেখান থেকেই জনপ্রিয় হয় এই নাম।