নিজস্ব সংবাদদাতাঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শহরের উষ্ণতা কমাতে সপ্তাহে ১.১০ ডলার কর ধার্য করেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের মেয়র ফিল গফ। মঙ্গলবার নতুন এই আইন জারির পর গার্ডিয়ানকে তিনি বলেন, কার্বন নিঃসরণ হ্রাস, সাইকেল লেন তৈরি ও শহরে বনায়নের জন্য বিশ্বের প্রথম কোনো শহরে ‘জলবায়ু কর’ নির্ধারণ করা হলো। অকল্যান্ডে এই কর প্রকল্পের আওতায় ১০ বছরে ৫৭৪ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার উঠে আসবে যা ১৫ হাজার পরিপক্ব গাছ, ৪ হাজার চারা গাছ, বৈদ্যুতিক ফেরি, পথচারী এরিয়া, এবং নতুন সাইকেল পথ তৈরিতে ব্যয় হবে। গফ বলেন, কোভিড-১৯ ছাড়াও আমরা আরও অনেক জলবায়ু হুমকিজনিত সংকটের সম্মুখীন।