মালয়েশিয়ার মাইলফলক অর্জন ‘মারদেকা টাওয়ার’

author-image
Harmeet
New Update
মালয়েশিয়ার মাইলফলক অর্জন ‘মারদেকা টাওয়ার’

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন, মারদেকা ১১৮ টাওয়ারের স্পায়ারের কাজ সম্পন্ন হওয়ায় আরেকটি মাইলফলক অর্জন করেছে মালয়েশিয়া। ৬৭৮.৯ মিটার উচ্চতার টাওয়ার, দুবাইয়ের বুর্জ খলিফার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু।

কোভিড-১৯ মহামারীর মধ্যে টাওয়ার স্পায়ারের সমাপ্তিতে গর্বিত, দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব। মারদেকা ১১৮ হবে মালয়েশিয়ার প্রথম টাওয়ার যেটি উচ্চ মর্যাদাপূর্ণ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) ও আন্তর্জাতিক টেকসই প্রশংসাপত্রসহ ট্রিপল প্ল্যাটিনাম রেটিং অর্জন করেছে।