‘মিডিয়া কমিশন’ গঠনের সুপারিশ থারুরের কমিটির

author-image
Harmeet
New Update
‘মিডিয়া কমিশন’ গঠনের সুপারিশ থারুরের কমিটির

নিজস্ব সংবাদদাতাঃ মিডিয়া শিল্পের সমস্যাগুলি সমাধানের জন্য একটি মিডিয়া কমিশন গঠনের সুপারিশ করল সংসদীয় কমিটি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মিডিয়া এই সুপারিশ করেছে কেন্দ্রের কাছে। শিল্পের সমস্যাগুলি সমাধানের জন্য এই মিডিয়া কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে প্যানেল। প্যানেল সুপারিশ করেছে যে কমিশনে এই বিষয়ক স্টেকহোল্ডার, বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা উচিত। ‘এথিকাল স্ট্যান্ডার্ডস ইন মিডিয়া কভারেজের’ শীর্ষক রিপোর্টে প্যানেলের তরফে ‘গণমাধ্যমের স্বাধীনতা’কে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে সরকারকে। গণমাধ্যম যাতে ভয় ও পক্ষপাত ছাড়াই নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারে, তাই এই মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।