নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের প্রবল হট্টগোল। আর তাঁর জেরে দুপুর ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। অন্যদিকে গণতন্ত্র নেই এই অভিযোগ করে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেন কংগ্রেস সাংসদরা। ১২ সাংসদের বরখাস্তের প্রতিবাদে সেই ধরনায় শামিল হতে দেখা যায় রাহুল গান্ধী, অধীর চৌধুরীদের। তাঁদের হাতে পোস্টারে লেখা, ‘গণতন্ত্র বাঁচান’। রাজ্যসভার চেয়ারপার্সন এম বেঙ্কাইয়া নাইডু সংসদে ”অসদাচরণের” অভিযোগে ১২ জন সংসদ সদস্যকে বরখাস্ত করার কয়েক দিন পর বরখাস্ত হওয়া সাংসদদের একজন এলারাম করিম মন্তব্য করেন যে, তিনি রাজ্যসভার চেয়ারম্যানের অবৈধ ও গণতন্ত্রবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন। এদিন লোকসভায় করোনাভাইরাস এবং নয়া স্ট্রেইন ওমিক্রন সম্পর্কিত বিভিন্ন আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।