নিজস্ব সংবাদদাতাঃ প্রথম টেস্টে কানপুরে রোমহর্ষক লড়াইয়ের পরেও ভারত এবং নিউজিল্যান্ড, দুই হেভিওয়েট দলের ম্যাচ ড্র হয়ে যায়। এবার দ্বিতীয় টেস্টের রঙ্গমঞ্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়েতে ম্যাচ জিতে সিরিজ জয়ের আশায় দুই দলই। তবে ম্যাচের আগে বৃষ্টির ভ্রূকুটি চিন্তায় ফেলেছে দুই শিবিরকে। মুম্বইয়ে বুধবার (১ ডিসেম্বর) প্রবল বৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা। এমন অবস্থায় শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে ফের ইন্দ্রদেবের বিঘ্ন ঘটানোর আশঙ্কা। প্রবল বৃষ্টির সম্ভাবনার মধ্যে আদৌ কি খেলা সম্ভব হবে । শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু ইতিবাচক খবরই দিচ্ছে। ম্যাচের প্রথম দিন শুরুর দিকে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিন গড়ালে মেঘ সরিয়ে রোদ ওঠার সম্ভাবনাই প্রবল।