নিজস্ব সংবাদদাতাঃ আন্দোলন করতে গিয়ে কতজন কৃষকের মৃত্যু হয়েছে, তার পরিসংখ্যান সরকারের কাছে নেই। লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্যের বিষয়টিও খারিজ করে দিয়েছে কেন্দ্র। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। লকডাউনের সময়ে ঘরে ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল? পরিসংখ্যান দিতে পারেনি মোদি সরকার । কোভিডের মধ্যে শুধু অক্সিজেনের অভাবে কতজন মারা গিয়েছিলেন? তাও বলতে পারেনি কেন্দ্র। আর বুধবার সংসদ অধিবেশনে কেন্দ্রীয় সরকার জানাল, দীর্ঘ ১ বছর ধরে চলা আন্দোলনের সময় কতজন কৃষকের মৃত্যু হয়েছে, তার কোনও রেকর্ডই নেই সরকারের কাছে। তাই এই বিষয়ে আর্থিক সাহায্যের প্রশ্নই ওঠে না। বুধবার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর তোলা প্রশ্নের লিখিত উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়নমন্ত্রক। যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।