নিজস্ব সংবাদদাতাঃ দু’সপ্তাহের মধ্যেই শিশুদের কোভিড টিকাকরণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন এই কথা ঘোষণা করেছেন। ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকা দেওয়া হবে ছোটদের। সূত্রের খবর, ১৩ ডিসেম্বর থেকে শিশুদের টিকাকরণ শুরু হয়ে যাবে।