নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি বিমানে বোমা রয়েছে বলে খবর পেয়েছিলেন বাংলাদেশের নিরাপত্তারক্ষীরা। বুধবার রাতে এই খবর পেয়েই সতর্কতামূলক পদক্ষেপ করে সেখানকার নিরাপত্তা বাহিনী। খবর ছিল পাকিস্তানের দুই নাগরিক মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই বিমানে বোমা নিয়ে আসছেন। কুয়ালা লামপুর থেকে আসা ওই বিমানটি বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ অবতরণ করে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে। তার পরই বিমানের ভিতর তল্লাশি শুরু করে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। যদিও তল্লাশির পর বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সে দেশের এক শীর্ষ আধিকারিক।