মানালি পাত্র, মুর্শিদাবাদঃ দীর্ঘদিন ধরে নসিপুর রেলসেতুর কাজ স্থগিত রয়েছে। বারংবার কাজ আরম্ভের কথা উঠলেও তা হয়ে ওঠেনি। রেল কর্তৃপক্ষরা পরিদর্শনে এলেও কিছু স্থানীয়দের কারনে রেল সেতু বসানো সম্ভবপর হয়নি। আজ বুধবার কলকাতায় ইস্টার্ন রেলওয়েজের জেনারেল ম্যানেজার অরুণ আরোরার সাথে বৈঠক করেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।
তিনি জানান, ২০১৭ তে আমরা জমি পেয়ে গিয়েছি। রেল সেতু করতে গিয়ে ল্যান্ড লুসাররা বাঁধা প্রাপ্ত হওয়ায় কাজ আটকে যায়। স্থানীয়রা ইচ্ছুক থাকলে তাঁদের পক্ষ থেকে একটি আর্জি পত্র জমা দেওয়ার কথা জানান জি.এম। যার কপি দেওয়া হবে রেলমন্ত্রীকে এবং অপরটি থাকবে বিধায়কের কাছে। ৬ মাসের মধ্যে কাজ শুরু করে দেওয়া বা সম্পূর্ণও হয়ে যেতে পারে এমনটা জানিয়েছেন। এই রেল সেতু হয়ে গেলে উত্তরবঙ্গ যাওয়ার জন্য খাগড়াঘাট বা আজিমগঞ্জ স্টেশন যেতে হবে না। আবার ১৪০ কিমি ঘুরে যেতেও হবে না। পাশাপাশি আর্থিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে।