নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য। টুইট করে তিনি জানিয়েছেন, অযোধ্যা ও কাশীতে বিশাল মন্দির তৈরি হচ্ছে। এবার মথুরার জন্য প্রস্তুতি। বাবরি মসজিদ ধ্বংসের মাসেই ঘোষণা করলেন কেশব প্রসাদ মৌর্য্য। পাশাপাশি উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনও দরজার কড়া নাড়ছে। সেই সময়ই ঘোষণা করে দিলেন যোগী মন্ত্রিসভার ডেপুটি। আর এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিম উত্তরপ্রদেশের মথুরায় শ্রী কৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। এদিকে সেই তথাকথিত জন্মভূমির কাছেই রয়েছে শাহী ইদগাহ। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।