নিজস্ব সংবাদদাতাঃ টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের ২১ বছরের কাউন্সিলর রতন মালাকার। নির্দল প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়ন। ২০১৫ থেকে ৯ নম্বর বরোর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রতন মালাকার। ২০০০-২০০৫ পর্যন্ত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ড এবং ২০০৫ থেকে টানা ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার তাঁকে না করে, ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে। ক্ষুদ্ধ তৃণমূল কোঅর্ডিনেটর জানিয়েছেন, তাঁকে অন্ধকারে রেখেই প্রার্থী বদল। তবে সাধারণ মানুষ পাশে আছেন, তাই নির্দল হিসেবে মনোনয়ন পেশ। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রজিৎ খটিক জানিয়েছেন, ভোটের ময়দানে তৃণমূল নয়, তাঁর প্রতিপক্ষ তৃণমূলের বিক্ষুদ্ধ নেতা।