নয়া কৌশলে গোয়া জয়ে ঝাঁপাচ্ছে বিজেপি

author-image
Harmeet
New Update
নয়া কৌশলে গোয়া জয়ে ঝাঁপাচ্ছে বিজেপি

নিজস্ব সংবাদদাতাঃ বছর ঘুরতেই গোয়া বিধানসভা নির্বাচন। পশ্চিমের এই সমুদ্র আবর্তিত রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের পর জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা লক্ষ্যে গোয়া জয়ে ঝাঁপিয়েছে তৃণমূল। ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফ্যালেরিওকে দলে যোগদান করিয়ে রাজ্যসভায় পাঠিয়ে গোয়ার নাগরিকদের মন জয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ার রাজনীতিতে বিরোধী দলের সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের গোয়া বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জের। সেই কথা মাথায় রেখে গোয়া ধরে রাখতে নতুন পরিকল্পনা বিজেপির। আগামী বছর ফেব্রুয়ারির মার্চ মাস নাগাদ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, পঞ্জাবের সঙ্গে একসাথেই হবে গোয়া বিধানসভা নির্বাচন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে সহজ জয় পেতে গোয়ার প্রত্যেক বুথে ৫০০ টি সংখ্যালঘু ভোটের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। গোয়া বিধানসভা নির্বাচনে নিযুক্ত বিজেপি সংখ্যালঘু মোর্চার ইনচার্জ সৈয়দ ইয়াসির জিলানি বিজেপির এই নির্বাচনী রণকৌশলের কথা জানিয়েছেন। তিনি জানান, বুথ স্তরে বিজেপির সংগঠন আরও মজবুত করতেই বিজেপির এই উদ্যোগ।