নিজস্ব প্রতিনিধি: কয়েক ডজন শিল্প তাদের রেজিস্টার্ড অফিস বাংলার বাইরে সরিয়ে নিয়ে যাচ্ছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের এক রিপোর্টে এই তথ্য জানা গেছে। রিপোর্টে আরও প্রকাশ, রাজ্য সরকার কখনও শিল্পগুলির রেজিস্টার্ড অফিস সরানো নিয়ে তাদের বাধা দেওয়ার অধিকার প্রয়োগ করেনি, যদিও বিষয়টি বারবার উঠে এসেছে দুই প্রাক্তন মুথ্যসচিবের আমলে। এমসিএ-র প্রাথমিক রিপোর্টে জানা গেছে ইউরেকা ফোর্বস, টাটা টি(যা বর্তমানে টাটা গ্লোবাল বেভারেজ) সবাই তাদের রেজিস্টার্ড অফিস রাজ্যের বাইরে নিয়ে গেছে। রাজ্যের মুখ্য সচিব রেজিস্টার্ড অফিস সরানোয় বাধা দিতে পারতেন। এমসিএ নথি জানাচ্ছে, ২ প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা ও আলাপন ব্যানার্জীকে জানিয়েছিল রেজিস্ট্রার অফ কোম্পানিজ, কলকাতা, সংস্থাগুলির রেজিস্টার্ড অফিস সরানো নিয়ে, কিন্তু তারা কোনও বাধা দেননি।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=4944 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=4921
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm