হরি ঘোষ,অন্ডাল: ১৫ মাস কাজের বকেয়া বেতন ও স্থায়ী নিয়োগ পত্র দেওয়ার দাবিতে বুধবার কাজোরা এরিয়া জামবাদ পিটে ম্যানেজারের অফিসের সামনে অনশনে বসলো মৃত কর্মীর পরিবারের সদস্যরা । কোলিয়ারি সূত্রে জানা গেছে, গত বছরের ১০ সেপ্টেম্বর কর্মরত অবস্থায় মারা যান কাজোরা এরিয়ার জামবাদ পিটে-র কর্মী কৃষন মুচি । সংস্থার নিয়ম অনুযায়ী কর্মরত অবস্থায় কোনো কর্মী মারা গেলে তার নিকট আত্মীয়কে কাজে নিয়োগ করা হয় । সেইমতো পরদিনই কাজে যোগ দেন মৃতের ছেলে দীনেশ কুমার । কিন্তু ১৫ মাস কাজ করলেও এখনও মিলেনি বেতন । স্থায়ী কর্মী হিসাবে নিয়োগপত্র এখনও দেওয়া হয়নি তাকে বলে অভিযোগ । সেজন্যই ম্যানেজার অফিসের সামনে বুধবার অনশনে বসেন মৃত কৃষন মুচির স্ত্রী ও ছেলে দীনেশ কুমার । কৃষন কুমার জানান, ''কর্তৃপক্ষের নির্দেশে বাবার মৃত্যুর পর দিনই কাজে যোগদান করি । ১৫ মাস কাজ করা হয়ে গেল কিন্তু এখনও পারিশ্রমিক পায়নি।'' এমনকি স্থায়ী নিয়োগ পত্র এখনও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি । বিষয়টি সংস্থার বিভিন্ন স্তরে জানানো হলে আশ্বাস ছাড়া কিছুই মিলেনি বলে জানায় দীনেশ। কাজের বকেয়া বেতন ও স্থায়ী নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন প্রত্যাহার করবেন না বলে জানান তিনি । এ বিষয়ে সংস্থার কোন আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।