নিজস্ব সংবাদদাতাঃ করোনার বিশেষ প্রজাতির চোখরাঙানির মধ্যে উচ্চ মাধ্যমিকের পর বাধ্যতামূলক হল মাধ্যমিকের টেস্টও। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ইচ্ছা করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট না নিতে পারে তাঁরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান বদলাল শিক্ষা দফতর। বুধবার মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত নির্দেশিকায় ১৩ – ২৪ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট নিতে বলা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বিষয়সহ ৭টি বিষয়ে ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের শিক্ষকরাই। পরীক্ষার পর প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে। পরীক্ষার খাতাও দেখবেন স্কুলেরই শিক্ষকরা। শিক্ষা দফতর সূত্রের খবর, করোনার নতুন রূপ প্রকাশ্যে আসার পর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এই পদক্ষেপ। সেক্ষেত্রে কোনও কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে টেস্টের নম্বর দিয়ে মূল্যায়ণ হবে।