নিজস্ব সংবাদদাতাঃ ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’। বক্স অফিসে চরম হিট হয়েছিল সেই ছবি। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর অসাধারণ প্রেমেরে গল্প তুলে ধরা হয়েছিল পর্দায়। বলিউডে সফল ছবির তালিকায়, 'গদর: এক প্রেম কথা' অন্যতম। ছবি পরিচালনায় ছিলেন অনিল শর্মা। ‘গদর ২'এর সেট থেকে সামাজিক মাধ্যমে সদ্য ছবি শেয়ার করেছেন অমিশা প্যাটেল। এই ছবির দ্বিতীয় পর্ব তৈরির জন্য প্রস্তুত। ছবিটি শেয়ার করতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। ছবিতে অমিশাকে কমলা রঙের সালোয়ার শ্যুট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সানি দেওলকে দেখা যাচ্ছে লাল রঙের কুর্তা পাজামায়। এই ছবির সাফল্যের কথা মাথায় রেখে ২০ বছর পর পরিচালক বানাতে চলেছেন গদর-এর পার্ট টু। ছবিতে অবশ্যই অভিনয় করবেন সানি দেওল, অমিশা পটেল এবং উৎকর্ষ শর্মা।