পুরভোট ক দফায়? কমিশনের কাছে জবাব তলব হাইকোর্টের

author-image
Harmeet
New Update
পুরভোট ক দফায়? কমিশনের কাছে জবাব তলব হাইকোর্টের

নিজস্ব সংবাদদাতা : পুর মামলার শুনানিতে কমিশনের কাছে জবাব তলব করল হাই কোর্ট। নির্বাচন কমিশনের কাছে আদালতের প্রশ্ন, পুরভোট মোট ক দফায় হবে? নির্বাচন নিয়ে কী পরিকল্পনা রয়েছে? আগামী সোমবারই এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।



প্রসঙ্গত, ডিসম্বরেই কলতা ও হাওড়ায় পুরভোটের ভাবনা ভেবেছিল কমিশন। বিষয়টি জানতে পেরেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। কেন রাজ্যের সব কটি পুরসভায় বকেয়া ভোট করা হবে না সেই প্রশ্ন তুলেছিল গেরুয়া বাহিনী। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হচ্ছে এই মামলার শুনানি। কেন এক সঙ্গে ভোট করা হচ্ছে না, বিচারপতিরা তা জানতে চেয়েছিলেন কমিশনের কাছে। এ নিয়ে আদালতে হলফনামাও জমা দেয় কমিশন। মামলার নিষ্পত্তি না হলেও নির্বাচনের দিন নিয়ে কোনো নিষেধাজ্ঞা করা জারি হয়নি।