নিজস্ব সংবাদদাতাঃ অর্থনৈতিকভাবে পর্যুদস্ত আফগানিস্তানের পাশে দাঁড়াচ্ছে বিশ্বব্যাংক।
দেশটিকে পুনর্গঠনের প্রচেষ্টার জন্য তহবিল স্থানান্তর করে মানবিক সহায়তা প্রদানের একটি আপস পরিকল্পনা বিবেচনা করবে সংস্থাটি।
সোমবার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার একটি অনানুষ্ঠানিক বোর্ড সভায় এ বিষয়ে নির্দেশ প্রস্তাবনা আসার কথা রয়েছে।জাতিসংঘ সতর্ক করেছে, প্রায় দুই কোটি ২০ লাখ আফগান বা অর্ধেকেরও বেশি দেশ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সৃষ্ট খরায় নিমজ্জিত।
উদ্ভূত পরিস্থিতিতে খাদ্য সংকট সেখানে তীব্র হবে বলে আশঙ্কা জাতিসংঘের।