আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম

author-image
Harmeet
New Update
আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যে ইয়র্কশায়ারে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম।


মৃত্যুর ঝুঁকি নিয়ে ব্রিটিশ সেনাদের সহায়তা করায় এসব আফগান নাগরিককে তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানান প্রিন্স। হোটেলটিতে বর্তমানে ১৭৫ জন আফগান শরণার্থী বসবাস করছেন। খুব শিগগির তাদের স্থায়ী নিবাসে স্থানান্তর করবে ব্রিটিশ সরকার।

প্রিন্স উইলিয়াম তাদের অভয় দিয়ে বলেন, আপনারা এখানে পুরোপুরি নিরাপদে আছেন। আপনাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা হচ্ছে। চাকরিরও জোগাড় হচ্ছে।

ইয়র্কশায়ারে একটি হোটেলে আশ্রয় নেওয়া কাবুল থেকে আসা এসব শরণার্থী পরিবারকে দেখতে যান প্রিন্স উইলিয়াম।