নিজস্ব সংবাদদাতা : পুর প্রার্থী তালিকা প্রকাশ করার পর প্রথম বৈঠকেই তাল কাটল বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও শীর্ষ স্থানীয় নেতারা ছিলেন। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বৈঠক চলাকালীন সময়ে হঠাতই তিনি বলে বসেন, এসব ভাটের বৈঠক ডাকেন কেন? আর তারপরই মিটিং থেকে বার হয়ে যান। পুরভোটের আগে এতেই চরম বিপাকে পড়েছে গেরুয়া বাহিনী। দলের প্রতি যে বেজায় চটেছেন রূপা তা একপ্রকার স্পষ্ট। কী কারণে এমন আচরণ? রূপার ফেসবুক পোস্ট চেক করলে দেখা যাবে, বিজেপি কাউন্সিলার তিস্তা বিশ্বাস দাসের মৃত্যুর ঘটনা তুলে ধরেছেন সাংসদ। পোস্টে লেখেন, তাঁর কাছে এটা স্পষ্ট যে তিস্তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। বরং পরিকল্পিত হত্যা ছিল। তিস্তার স্বামী গৌরবের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বিজেপি নেত্রী। রাজনৈতিক মহলের একাংশই মনে করছে, গৌরবকে পুরভোটের টিকিট দেওয়া হয়নি বলেই দলের প্রতি এমন আচরণ করেছেন রূপা।