নিজস্ব সংবাদদাতাঃ এখনই দেশজুড়ে এনআরসি চালুর কোনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে এই কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদে মোদি সরকারের এহেন মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। সমালোচকদের একাংশের খোঁচা, ২০১৯ সালে এটা নেহাতই গিমিক ছিল। আইন চালুর কোনওরকম প্রস্তুতিই নেয়নি কেন্দ্র। তবে কবে থেকে এনআরসি কার্যকর হবে, এই প্রশ্নে বারবারই হোঁচট খেয়েছে মোদি সরকার। ফলে কবে থেকে দেশজুড়ে এনআরসি কার্যকর হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা চান তৃণমূল কংগ্রেস সাংসদ। জবাবে অমিত শাহের মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, “জাতীয় স্তরে এনআরসি কার্যকর করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।” সরকারের এই জবাবের পর থেকে আলোড়ন শুরু হয় দেশজুড়ে।