নিজস্ব সংবাদদাতাঃ কৃষকদের লাগাতার আন্দোলনের পর সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে বিতর্কিত তিন কৃষি আইন। গত এক বছরের আন্দোলনে বহু কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি বিরোধীদের। মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি উঠেছে। যদিও আজ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, কৃষক আন্দোলনে একজন কৃষকও মারা গিয়েছে, এমন কোনও তথ্য নেই তাঁদের কাছে। বুধবার সংসদকে লিখিতভাবে একথা জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার। কার্যত আন্দোলনরত কৃষকদের মৃত্যুর কথা অস্বীকার করল মোদি সরকার।