করোনা চিকিৎসা নিয়ে কড়া বার্তা দিলেন পিনারাই বিজয়ন

author-image
Harmeet
New Update
করোনা চিকিৎসা নিয়ে কড়া বার্তা দিলেন পিনারাই বিজয়ন

নিজস্ব সংবাদদাতাঃ এবার কড়া পদক্ষেপ করল কেরল সরকার। ইতিমধ্যেই ওমিক্রণ প্রজাতির করোনাভাইরাস বিশ্বকে রক্তচক্ষু দেখাচ্ছে। সেখানে কেরল সরকার জানিয়ে দিয়েছে, যাঁরা করোনাভাইরাসের টিকা নেননি তাঁদের বিনামূল্যে এই রোগে আক্রান্ত হলে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না। টিকাকরণে জোর দিতেই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে খবর। করোনাভাইরাস নিয়ে প্রথমে সফল হয়েছিল কেরল। কিন্তু সেটাকে ধরে রাখতে পারেনি তাঁরা। এই পরিস্থিতিতে রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তারপর তিনি বলেন, ‘যাঁরা টিকা নেননি তাঁদের চিকিৎসা খরচ সরকার বহন করবে না। আর যাঁরা টিকা নিতে অনিচ্ছুক এবং কোনও রোগ আছে বা অ্যালার্জির জন্য টিকা নেননি তাঁদের সরকারি শংসাপত্র দেখাতে হবে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য।’‌ এই কথা ঘোষণা হওয়ার পর যাঁরা টিকা নেননি তাঁরা তৎপর হয়েছেন বলে খবর।