দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ পরিত্যক্ত জ্বলন্ত গাড়ি থেকে ঝলসানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। মঙ্গলবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট এলাকার চকচকা চেকপোস্ট সংলগ্ন একটি গ্যারেজে এই ঘটনা ঘটে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এলাকার বাসিন্দারা একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে জ্বলন্ত গাড়িটি নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর দেওয়া হয় পুন্ডিবাড়ী ও কোতোয়ালি থানায়। দুই থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ এসে ওই গাড়ির থেকে একটি ঝলসানো দেহ উদ্ধার করেন। সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ওই গাড়িটি নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় গ্যারেজের সামনে পড়েছিল। এদিকে এ ঘটনার খবর সামনে আসতেই বুধবার সকাল থেকেই এলাকায় ভিড় জমিয়েছেন সাধারন মানুষ। ঘটনা তদন্ত করতে বুধবার সকালে সেখানে পৌঁছান কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিভাবে গাড়ির ভিতরে মৃতদেহ এল তা নিয়েও তদন্ত শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। ওই মৃতদেহটি কোনো পুরুষ কিংবা মহিলার কিনা তা বোঝার উপায় নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় স্থানীয় এলাকার মানুষের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বিষয়কে সামনে রেখে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা ইতিমধ্যেই ওই গ্যারেজ সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছেন বলে সূত্রে খবর।