নিজস্ব সংবাদদাতাঃ আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘একটি বিপজ্জনক সমরাস্ত্র প্রতিযোগিতার’ সূত্রপাত বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিরাপত্তা চুক্তির তীব্র সমালোচনা করে বলেছে, এই চুক্তি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের কারণ হতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এই বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত পদক্ষেপের ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্য ধ্বংস করে দেবে এবং বিশ্বব্যাপী সমরাস্ত্র প্রতিযোগিতার একটি বিপদজ্জনক চেইন তৈরি হবে।
আমেরিকা ও ব্রিটেন মিলে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সাথে একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী পারমাণবিক শক্তিচালিত কয়েকটি সাবমেরিন পাবে অস্ট্রেলিয়া। ওই চুক্তির জের ধরে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে ৪ হাজার কোটি ডলারের সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে দেয়।