মাঘ মেলার প্রস্তুতি শুরু

author-image
Harmeet
New Update
মাঘ মেলার প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদন : ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাঘ মেলা। চলবে ১ মার্চ শিবরাত্রি পর্যন্ত। প্রয়াগরাজে ইতিমধ্যেই শুরু হয়েছে মেলার প্রস্তুতি পর্ব। গঙ্গার পাড়ে চলছে তাবু স্থাপনের কাজ। এই সময় গঙ্গাস্নানের জন্য ছয়টি দিন বিশেষ গুরুত্বপূর্ণ পুণ্যার্থীদের কাছে। জানুয়ারির ১৪ ও ১৫ তারিখ মকর সংক্রান্তি, ১৭ জানুয়ারি পৌষ পূর্ণিমা, ১ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা, ৫ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ১৬ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১ মার্চ শিবরাত্রি। মাঘ মেলার জন্য রাজ্যসরকার ৫৯ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আইএএস অফিসার শেসমানি পাণ্ডেকে মেলা অফিসার হিসেবে নিযুক্ত করেছে। মাঘমেলা প্রাঙ্গনকে ভাগ করা হবে ৬টি ভাগে। গঙ্গার পাড়ের সঙ্গে সমান তলে তাবু খাটানোর কাজে হাত দিয়েছে মেলা কর্তৃপক্ষ। প্রচুর সংখ্যক পুণ্যার্থী ও সাধুসন্তের আগমন ঘটে মেলায়। তাদের জন্যই তাবুর ব্যবস্থা। তবে কোভিডের দিকটাও নজরে রয়েছে। মেলায় আগতদের টিকার ডোজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। মেলা প্রাঙ্গনে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে।