নিজস্ব সংবাদদাতাঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডি'অর সংগঠক এবং ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক প্যাস্কেল ফেরে-র নিন্দা করে বলেন, ফেরে তাঁর নামে মিথ্যাচার করেছেন। এছাড়াও নিজের প্রকাশনার প্রচার করতে ফেরে রোনাল্ডো-র নাম ব্যবহার করেছে। ফেরে গত সপ্তাহেই বলেছিলেন, রোনাল্ডো-র কেরিয়ারের উচ্চাকঙ্খা হল মেসি-এ থেকে বেশী পুরষ্কার জেতা।