ভোপালের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রী অমিশা পটেলের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
ভোপালের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি অভিনেত্রী অমিশা পটেলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ  ভোপালের  এক আদালত চেক বাউন্সের মামলায় অমিশা পটেলের  বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা  জারি করেছে। সোমবার ভোপালের জেলা ও দায়রা আদালত, অভিনেত্রীর বিরুদ্ধে ৩২.২৫ লক্ষ টাকার চেক বাউন্সের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক এক সংস্থার তরফে মামলা করা হয়। এই মামলার পরবর্তী শুনানি, ৪ ডিসেম্বরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে অমিশাকে।





ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আইনজীবী রবি পন্থ জানান, যে ওই সংস্থার অভিযোগ তাদের থেকে অমিশা পটেল ও তাঁর সংস্থা ৩২.২৫ লক্ষ টাকা ধার করেন ছবি তৈরির জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে দুটি চেকই বাউন্স করেছে। ইন্দোরের  বাসিন্দা নিশা ছিপ্পার   থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেত্রী অমিশা পটেল। কারণ একই, ছবি প্রযোজনার জন্য। এর বদলে ২৪ এপ্রিল, ২০১৯ সালে নিশাকে একটি চেক দেন অভিনেত্রী। কিন্তু অভিযোগ ইন্দোরের এক ব্যাঙ্কে ওই চেক দেখালে টাকা দিতে অস্বীকার করা হয় ব্যাঙ্ক থেকে। চেক বাউন্সের মামলায় অমিশা এই প্রথমবার আইনি সমস্যায় পড়লেন না। এর আগে ২০১৯ সালে, রাঁচি এক আদালত চেক বাউন্স এবং প্রতারণার মামলায় অমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।