গরম পোশাক নিয়ে জবুথবু থাকার দিন শেষ অনেক আগেই; বরং শীতে দেখা যায় পোশাকে রং-নকশার চমক। ছেলেদের জ্যাকেট কিংবা সোয়েটারের মাধ্যমে তুলে ধরা যায় অভিজাত এবং স্টাইলিশ লুক, সহজেই। স্তরে স্তরে, অর্থাৎ লেয়ারিং পোশাক এ ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে।
শীতের পোশাক নিয়ে এমন মজার অভিজ্ঞতা হতেই পারে। উত্তরের ঠান্ডা বাতাসের আমেজ নিয়েই এই লেখা লিখছিলাম। সকালের শুরুতে আর বিকেলের পর ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে নগরজীবন। কনকনে ঠান্ডা পড়ার আগে শীতের পোশাক গায়ে রাখার সময় এই দুই বেলাই।
গরম পোশাক নিয়ে জবুথবু থাকার দিন শেষ অনেক দিন আগেই। বরং বছরের এই সময়টায় দেখা যায় পোশাকের চমক। রং-নকশায় শীতের পোশাক বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে এগিয়ে।
ছেলেদের জ্যাকেট কিংবা সোয়েটারের মাধ্যমে তুলে ধরা যায় অভিজাত এবং স্টাইলিশ লুক, সহজেই। স্তরে স্তরে, অর্থাৎ লেয়ারিং করার ধারা এ ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে। লেয়ারিং করার মাধ্যমে একদিকে যেমন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়, অন্যদিকে আবহাওয়া অনুযায়ী শীতের পোশাক কমানো বা বাড়ানোর কাজটিও করা যায়।