নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ায় ২০১৯ সালে একটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। কিন্তু এসব তথ্য গোপন করেছিল যুক্তরাষ্ট্র। এ হামলা নিয়ে এর আগে তদন্ত চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে দেশটির সেনা কর্মকর্তা জেনারেল মাইকেল গ্যারেটকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গতকাল সোমবার এ আদেশ দেন তিনি। এ প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ওই হামলার সত্যতা যাচাই ও সেখানকার পরিস্থিতি নিয়ে আরও তদন্তের নির্দেশ দিয়েছেন অস্টিন।