সিরিয়ায় সেই হামলা নিয়ে তদন্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের

author-image
Harmeet
New Update
সিরিয়ায় সেই হামলা নিয়ে তদন্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ায় ২০১৯ সালে একটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। কিন্তু এসব তথ্য গোপন করেছিল যুক্তরাষ্ট্র। এ হামলা নিয়ে এর আগে তদন্ত চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে দেশটির সেনা কর্মকর্তা জেনারেল মাইকেল গ্যারেটকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। গতকাল সোমবার এ আদেশ দেন তিনি। এ প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ওই হামলার সত্যতা যাচাই ও সেখানকার পরিস্থিতি নিয়ে আরও তদন্তের নির্দেশ দিয়েছেন অস্টিন।