নিজস্ব সংবাদদাতা : মুম্বই রওনা হওয়ার আগেই দুঃসংবাদ। শিবসেনার তরফে জানিয়ে দেওয়া হল বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিভিন্ন ইস্যুতে বৈঠক করতে চান উদ্ভব ঠাকরের সঙ্গে। এদিকে শারীরিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে পারবেন না উদ্ভব। আর তারপরই তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য ট্যুইট করেছেন, ত্রিপুরায় মুখ খুবড়ে পড়ার পর এটা হওয়ারই কথা ছিল।
প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে শিরদাঁড়ায় অস্ত্রপ্রচার করা হয় উদ্ভব ঠাকরের। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই রয়েছেন তিনি। কমপক্ষে ৪৫ দিন অনত্র যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। শিরদাঁড়ায় অস্ত্রপ্রচারের কারণে অনেকক্ষণ একটানা বসে থাকতেও পারছেন না। সেই কারণেই মমতাকে 'না' বলে দেওয়া হয়েছে।