নিজস্ব সংবাদদাতাঃ গোটা বিশ্বে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে শুরু করেছে। করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট হলো ‘ওমিক্রন’। দক্ষিণ আফ্রিকায় সদ্য আবিষ্কার হওয়া সার্স-কোভ-২(করোনাভাইরাসের)এর একটি ভ্যারিয়েন্ট বা প্রজাতি 'ওমিক্রন'। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও (ডব্লিউএইচও)করোনার নতুন এ ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। করোনার নতুন ধরণ নিয়ে উদ্বেগ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। ইতিমধ্যে আফ্রিকান আটটি দেশ থেকে কোরিয়া প্রবেশের কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।