নিজস্ব সংবাদদাতাঃ কিছু দিন পরপরই নতুন নতুন নিয়মের ধকল সামলাচ্ছে উত্তর কোরিয়ার জনগণ। এবার পোশাক, স্টাইল নিয়েও নতুন নিয়ম জারি করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। সেখানে কেউ চামড়ার জ্যাকেট পরতে পারবেন না। এমনকি ইউরোপ, আমেরিকায় তৈরি নামি ব্র্যান্ডের পোশাকেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।নিষেধের মধ্যে আরও পড়েছে-আঁটোসাঁটো জিন্স, ছেঁড়া জিন্স। এটা নাকি সে দেশের সংস্কৃতির বিরোধী। এ ছাড়া নিজের ইচ্ছেমতো চুলের ছাঁট কিংবা হেয়ার কালার করতেও পারবেন না উত্তর কোরিয়ার জনগণ। এ ছাড়া নাকে ফুটো করাও নিষিদ্ধ এখানে। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ। বিয়ে না হলে লম্বা চুল রাখতে পারবেন না নারীরা। চুল কেটে ফেলতে হবে।