নিজস্ব সংবাদদাতা : নতুন বছরে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। কেন্দ্র ও রাজ্যের সরকারি চাকুরেদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে। নূন্যতম বেতনও বাড়তে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে ৩.৬৮ শতাংশ করা হোক চেয়েছিলেন সরকারি কর্মীরা। সেই চাওয়ায়ই পূরণ হতে চলেছে ২০২২-এ। বাজেটের আগেই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তারপরই নূন্যতম বেতন বাড়বে সরকারি চাকরিজীবিদের। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন মিলবে। বাজেটের আগে মন্ত্রীসভার অনুমোদন পেলে তার খরচ ধরা থাকবে। বাজেটের আগে হলে বাজেটের খসড়ার অন্তর্গত করার প্রয়োজন নেই। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে নূন্যতম বেতন হবে ৮০০০ টাকা।