নিজস্ব সংবাদদাতাঃ প্রযুক্তিগত উদ্ভাবনে ভারত সবসময়ই অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে। এই বছরের আইবিএম কল ফর কোড গ্লোবাল চ্যালেঞ্জ জিতে নিল ‘সাফ ওয়াটার’। এটি ব্যবহার যোগ্য জলের গুণমান নির্ধারণ করতে সাহায্য করে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেদের জন্য এটি ভীষণভাবে সাহায্য করবে। এই ‘সাফ ওয়াটার’ দলে হয়েছেন হৃষিকেশ এম ভান্ডারি, জয় আহেরকার, সত্যম প্রকাশ, মণিকান্ত চাভভাকুলা এবং সংকেত মারাঠে। তাঁদের এই উদ্ভাবন নিয়ে আগামী দিনে বড় পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁরা বিশ্বজুড়ে পৌঁছে যেতে চান আগামী দিনে। কারণ, বিশ্বের এক-তৃতীয়াংশের কাছে এখনও সুরক্ষিত পানীয় জল নেই।